আজ দিন শেষে রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ

শেয়ার করুন           আজ দিন শেষে রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। এ রাতে অলৌকিকভাবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) উর্ধ্বাকাশে গমন করে আল্লাহর সঙ্গে কথা বলে পৃথিবীতে ফিরে আসেন। পবিত্র এ রাতে সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগান্ভীর্যময় পরিবেশে মুসলিম বিশ্বের মতাে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও   কোরআনখানি, নফল নামাজ, জিকির, ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মােনাজাতের মাধ্যমে পবিত্র রে মেরাজ উদবাপন করবে হাদিস ও সাহাবিদের বর্ণনা অনুবারী. মেরাজের রাতে কেরেশতা জিবরাইল (আ, রাসুল (সা.) নিয়ে কাবা শরিফের হতিমে বান। জমজমের পানিতে অজুর পর বােরাক নামক বাহনে জেরুজালেমের বায়তুল মুক্দাসে গিয়ে নামাজ … Continue reading আজ দিন শেষে রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ